parbattanews

পানছড়িতে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

সম্পূর্ন অভিনব কায়দায় ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি পানছড়ি উপজেলার হারুবিল গ্রামের কোপালাক্ষ চাকমার ছেলৈ অমর শান্তি চাকমা (৩৫)।

এই অভিযানের দিক নির্দেশক পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, সপ্তাহখানেক ধরে এই অভিযানের ফাঁদ তৈরী করা হয়। পুলিশ সদস্যকে গাঁজার ক্রেতা সাজিয়ে টোপ দেয়া হয়। পুলিশ সদস্যর মুখে নাটোরের ভাষায় কথা শুনে বিক্রেতারও দিন দিন আগ্রহ বাড়ে। অত:পর (১১ জুন) শনিবার রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে সেই মাহেদ্রক্ষন আসে ।

উপজেলার ৩নং সদর পানছড়ি ইউপির যুগেশ রপাড়া এলাকায় টাকা নিবে গাঁজা দিবে কথা চুড়ান্ত করা হয়। যুগেশ্বপাড়া প্রত্যন্ত এলাকা হওয়াতে পানছড়ি থানা পুলিশকে তিনটি দলে ভাগ করা হয়। যার মাঝে ছিল অপারেশনাল দল, সাপোর্ট দল ও অগ্রবর্তী দল।

এসআই অনিক কুমার দে ও এ.এস.আই কামরুলের নেতৃত্বে ৩টি দল জমিনে ওৎ পেতে, পাহাড়ের ডালে ও দৃশ্যমান জায়গায় অবস্থান নেয়। গাঁজা বিক্রেতারাও টর্চের আলোতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে গাঁজা নিয়ে আসা মাত্রই অমর শান্তি চাকমাকে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পানছড়ি থানার ওসি জানান, আসামি অমর শান্তি চাকমার বিরুদ্ধে অত্র থানায় বিধি মোতাবেক মামলা দায়ের হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর থেকেই পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি ভিডিওতে দেখুন:

পুলিশের ফাঁদে ১৪ কেজি গাঁ-জাসহ মা-দকব্যবসায়ী আ-টক

Exit mobile version