parbattanews

পানছড়িতে ১৫ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন পরিষদ গঠিত

puja-pic-copy

নিজস্ব প্রতিবেদক:

পূজাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূজামন্ডপগুলোতে আয়োজনের প্রস্তুতি চলছে মহাসমারোহে।

এবার পানছড়ির ৯টি মন্ডপে একযোগে উদযাপিত হবে পূজোৎসব। এ নিয়ে পানছড়িতে গঠিত হয়েছে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদ। এতে সভাপতি করা হয়েছে তপন কান্তি বৈদ্যকে আর সাধারণ সম্পাদক সুরেশ কুমার ত্রিপুরা। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা পূজোৎসবে সার্বজনীন রূপ দিতে যা যা করার দরকার তা করা হবে বলে জানান উপজেলা পূজা উদযাপন পরিষদ।

পূজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক জানান,  সারাদেশে জঙ্গি হামলার আতংঙ্ক থাকলেও সার্বিক নিরাপত্তা দিতে প্রশাসনের পাশাপাশি একাধিক টিম থাকবে পূজা উদযাপন পরিষদের। তাছাড়া যে কোন মূল্যে মহিলাদের অবাধ চলাচল নিশ্চিত করার পাশপাশি মন্ডপগুলোতে মাদকমুক্ত রাখার ব্যাপারেও কাজ করবে  পূজা উদযাপন পরিষদ।

এ ব্যাপারে সকল সম্প্রদায়ের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তারা।

Exit mobile version