parbattanews

পানছড়িতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। পানছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন পানছড়ি উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ।

এতে সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিবস চাকমা।

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যের নিয়ে আয়োজিত মেলায় অংশ নেয় ১৫টি স্টল। মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপজেলা প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

Exit mobile version