parbattanews

পানছড়িতে ৯৬ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির পানছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার চেঙ্গী ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনীন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন মাত্র ৯৬ ভোট। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৪৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।গতকাল সোমবার রাতে ভোট গণনা শেষে পানছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা এ ফলাফল ঘোষনা করেন।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত বার্তা প্রেরণ শিটে দেখা যায় , চেঙ্গী ইউনিয়ন পরিষদে মোট ভোটার ছয় হাজার ৭৭৯ ভোট। তার মধ্যে পাঁচ হাজার ৪০১ ভোটার ভোট দিয়েছেন। ইউনিয়নে ৯ কেন্দ্রে সবচেয়ে কম ভোট পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী মনীন্দ্র লাল ত্রিপুরা জামানত হারিয়েছে।

শুধু তাই নয়, ঘোষিত উপজেলার চার ইউপির মধ্যে কেবল উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী মোহাম্মদ আহির উদ্দিন ৪ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকি ইউপিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এ সব ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দীতায়ও আসতে পারেনি। পানছড়িতে নৌকার প্রার্থীদের চরম ভুরাডুবিতে জেলাব্যাপী আলোচনার ঝড় উঠেছে।

প্রসঙ্গত, সপ্তম ধাপে গতকাল সোমবার খাগড়াছড়ির পানছড়িতে অনুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।ঘোষিত ফলাফলে দেখা গেছে, পানছড়ির ১ নং লোগাং ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটো রিকসা প্রতীক নিয়ে ৩ হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা জলৎকার পেয়েছেন ২ হাজার ৮০৪ ভোট।

২ নং চেঙ্গী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপর স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পেয়েছেন ১ হাজার ২৮০ ভোট।

৪ নং লতিবান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ভূমি ধর রোয়াজা চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম স¦তন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পেয়েছেন ২ হাজার ৬৭৩ ভোট।

৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী মোহাম্মদ আহির উদ্দিন ৪ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে বিজয় চাকমা পেয়েছেন ৩ হাজার ৭৫৯ ভোট।

অপর দিকে ব্যালট পেপার ছিনতাইসহ নির্বাচনী সহিংসতার অভিযোগে ৩ নং পানছড়ি সদর ইউনিয়নের পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফলও স্থগিত রেখেছে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

তবে ঐ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উচিত মোহন চাকমা ৫ হাজার ৬৪৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার তার নিকটতম নৌকার প্রার্থী মো. নাজির হোসেন পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট। স্থগিত কেন্দ্র দুটিতে রয়েছে ৪৬২৮ ভোট।

Exit mobile version