parbattanews

পানছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

পানছড়ির ফাতেমানগর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫মার্চ বৃহস্পতিবার ভোর রাতে ফাতেমানগর এলাকায় একটি মুদি দোকান ও একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ খবরে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা নিয়ে ছুটে আসে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন। সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম বলেন, যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বে-সামরিক প্রশাসনকে সার্বিক সহায়তায় ছুটে আসে সেনাবাহিনী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য তৎপর রয়েছে ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোন এবারের হাড় কাঁপানো শীতে শীতবস্ত্র, বিভিন্ন বিদ্যালয়, ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, করোনা মহামারীতে খাদ্য সামগ্রী বিতরণ বয়োবৃদ্ধ প্রতিবন্ধীকে গৃহ নির্মাণসহ নানান সহায়তা দিয়ে সকল সম্প্রদায়ের মন জয় করেছে।

Exit mobile version