পানছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ

fec-image

গত ৮’জানুয়ারি পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউপির দূর্গামনি পাড়ায় কল্পনা চাকমা ও নিরকর্ণ চাকমা’র ঘরদুটি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে সহযোগিতার হাত বাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পরিবার দুটোর হাতে নগদ ছয় হাজার টাকার চেক ও দুই বান্ডিল করে টিন প্রদান করা হয়।

১০ জানুয়ারি (সোমবার) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ঢেউটিন ও চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। এ ছাড়াও চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা সরেজমিনে পরিদর্শন করে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মিলন চাকমা ও ইউপি সদস্য সতীশ চাকমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ডে, ক্ষতিগ্রস্তদের, পানছড়ির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন