parbattanews

পানছড়ির অসহায়দের পাশে দাঁড়ালেন সেনাবাহিনী

করোনায় মহামারিতে পানছড়ির অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে ছুটে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। খাদ্য-সামগ্রীর মাঝে ছিল চাল, আলু, পিঁয়াজ, আটা, তেল, চিনি, লবণ, সাবান ও বিস্কুট।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার দূর্গম রাঙ্গাপানিছড়ায় বিভিন্ন সম্প্রদায়ের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম।

খাদ্য সামগ্রী বিতরণকালে জোন কমান্ডার বলেন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসা‘সহ সরকারি বিধিনিষেধ মেনে সাবান দিয়ে বারবার হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের কথা বলেন।

তিনি সাংবাদিকদের জানান, যেকোনো দুর্যোগে আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও খেলাধুলাসহ সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধনে সেনাবাহিনী সব সময় তৎপর।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো. আহসান হাবীব ও ক্যাপ্টেন মাসুম বিল্লাহ।

Exit mobile version