parbattanews

পানছড়ির আসমানীর হাতে নিরাপত্তাবাহিনীর শীতবস্ত্র

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি:

পার্বত্য নিউজে প্রকাশিত সংবাদে আসমানী খ্যাত পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির মধ্যম মোল্লাপাড়া গ্রামের সালেমা খাতুন দীর্ঘ পাঁচ বছর পর এবার পেল শীতবস্ত্র।

আর এই শীত বস্ত্র প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল জিএম সোহাগ।

পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানায়, পার্বত্য নিউজে প্রকাশিত সংবাদ জোন অধিনায়কের দৃষ্টি গোচরে আসা মাত্রই পানছড়ি সাব জোনের মাধ্যমে পরিবারের ৪ সদস্যের জন্য ৪টি কম্বল প্রদান করা হয়।

শীতবস্ত্র হাতে পেয়ে শারীরিক প্রতিবন্ধী সালেমা ও তার স্বামী ওমর আলী জানায়, মাত্র একটি কাঁথা দিয়ে দীর্ঘ বছর কোন রকমে শীত নিবারণ করেছি। এখন একসাথে ৪টি কম্বল পেয়েছি, শীতে আর কষ্ট পেতে হবে না। আমরা বাংলাদেশ নিরাপত্তাবাহিনীর সফলতা কামনা করি।

উল্লেখ্য এরই মাঝে নিরাপত্তাবাহিনী উপজেলার প্রায় ২ শতাধিক শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেছে।

Exit mobile version