parbattanews

পানছড়ির ইউপি নির্বাচনে জামাই-শ্বশুরের ভোট যুদ্ধ

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার:

জেলার পানছড়ি উপজেলায় ইউপি নির্বাচনে সদস্য পদে জামাই-শ্বশুরের ভোট যুদ্ধে মাঠ এখন সরগরম। এ নিয়ে পাড়া মহল্লা ও চায়ের দোকানে জমে উঠেছে নানান রসালো আলাপ চারিতা। এই রসিক জামাই-শ্বশুরের লড়াই হবে উপজেলার ১নং লোগাং ইউপির ৪নং ওয়ার্ডে। জামাই আবদুল জলিল লোগাং বাজারের আবদুল খালেকের ছেলে।

অপরদিকে শ্বশুর সাবেক মেম্বার মো. হানিফ লোগাং শান্তিনগর গ্রামের আলী আহাম্মদের ছেলে। মে. হানিফের আপন ছোট ভাই পিসি হাসেমের মেয়ে বিয়ে করেছে আব্দুল জলিল। সেই সুবাদে আপন জেঠা শ্বশুরের সাথে ২৩ এপ্রিল চলবে জামাই-শ্বশুরের নির্বাচনী লড়াই।

জানা যায়, ১নং লোগাং ইউপির ৪নং ওয়ার্ডে সদস্যপদে প্রার্থী সংখ্যা ছয় জন। এরা হলেন, বর্তমানে ইউপি সদস্য মনির হোসেন, সাবেক ইউপি সদস্য মো. সাহেব আলী, জসিম উদ্দিন, জহুর আহাম্মেদ, আবদুল জলিল ও সাবেক ইউপি সদস্য মো. হানিফ। উপজেলা নির্বাচন কমিশনের কাছে জামাই মোরগ ও শ্বশুর তালা মার্কা প্রতীক বরাদ্ধ চেয়েছেন।

ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন জামাই-শ্বশুর । এ ব্যাপারে শ্বশুর মো. হানিফ জানায়, আগেও ইউপি সদস্য ছিলাম এবারও আমি জয়ী হবো বলে আশা করছি। জামাই দ্বারালেও ভোটে তেমন প্রভাব পড়বে না বলে জানান তিনি।

জামাই আবদুল জলিলও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানায়। তবে জামাই-শ্বশুরের লড়াইয়ের খবরটি প্রকাশ না করলে ভালো হয় বলেও মুচকি হেসে এ প্রতিবেদককে জানায়।

Exit mobile version