parbattanews

পানছড়িতে এসএসসি’র ফলাফলে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ঘটেছে চরম বিপর্যয়। জিপিএ ফাইভেরও কোন হদিস মিলেনি। তাই চায়ের আসরে অভিভাবকদের মুখে মুখে হাহাকার।

জানা যায়, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পাশের হার শতকরা ৫৬%, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ে ৫০%, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৬৪%, নালকাটা উচ্চ বিদ্যালয়ে ৭৩%, পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে ৩৮%, লোগাং উচ্চ বিদ্যালয়ে ৩০%, লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ে ৩১%, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩%।

অপরদিকে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পাশের হার শতকরা ৫৬%। উপজেলার ফলাফল বিপর্যয়ের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম জানান, সারা জেলাতেই এবার ফলাফল বিপর্যয় ঘটেছে। আমরা অনেক চেষ্টা করেছি। বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করেছি। এখন পরিকল্পনা করছি আগামীতে কিভাবে ভালো করা যায়। এ নিয়ে অভিভাবকদের সাথে কাজ করবো এবং যখাযথ ব্যবস্থা নেব।

Exit mobile version