parbattanews

পানছড়ির করোনা রোগীর ২য় রিপোর্ট নেগেটিভ

কোভিড-১৯ এর পানছড়ি উপজেলায় হাসাপাতাল আইসোলেশনে থাকা লতিবার ইউপির করোনা শনাক্ত যুবকের ২য় বারের ফলাফল নেগেটিভ এসেছে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪মে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে দুপুরে ছাড়পত্র দেয়া যুবকের একই দিন বিকেলে রিপোর্ট আসে পজেটিভ।

পরে তার মা‘কে সহ পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত আইসোলেশনে নিয়ে আসা হয়। তার মায়ের ফলাফলও নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফলাফল হাতে পেয়ে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা বিষয়টি এই প্রতিবেদককে জানান।

এ দিকে পানছড়ির কলোনী পাড়ায় শনাক্ত হওয়া করোনা রোগীর বাড়ির আশ-পাশ ও মোহাম্মদপুর এলাকায় আজ ১২টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার নির্দেশনায় মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা এসব নমুনা সংগ্রহ করেন। এনিয়ে আজ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহের সংখ্যা ৭২টি। ফলাফল হাতে এসেছে ৪৭টি যার মাঝে ১টি পজেটিভ।

Exit mobile version