parbattanews

পানছড়ির চেংগী নদীর চরে খেলা আর গোসল ছিল বাবুর অপরাধ

চেংগী নদীর বালুর চরে বন্ধুদের সাথে খেলাধুলা শেষে গোসল করে বাড়ি ফিরছিল আলী হোসেন। তার ডাক নাম বাবু।

মোল্লাপাড়া এলাকা দিয়ে বয়ে চলা চেংগী নদীর পাশ ঘেঁষেই মাদক সম্রাট রফিকের বাড়ি। সে মৃত কালু মিয়ার সন্তান। মাদক মামলায় সে জেল খেঁটেছে কয়েকবার। ২৬ মে বেলা ১টার দিকে কিশোর বয়সীদের খেলা আর গোসলে বিরক্তিবোধ করে সে আকস্মিক তাদের লাঠি নিয়ে তাড়া করে। বন্ধুরা সব দৌড়ে পালিয়ে গেলেও বাবু পারেনি। হাতের নাগালে পেয়ে বাঁশের কঞ্চি সরাসরি ঢুকিয়ে দেয় বাবুর হাতে। প্রায় দুই ইঞ্চি ভিতরে আঘাত হানা কঞ্চির যন্ত্রনায় ছটফট করতে থাকা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।এ সময় জরুরী বিভাগে অপারেশনের মাধ্যমে প্রায় দুই ইঞ্চি গভীরে থাকা কঞ্চিটি বের করে।

বাবুর বাবা তারা মিয়া জানান, ছেলেরা অপরাধ করে থাকলে তার বিচার আছে। কিন্তু এভাবে অমানবিক নির্যাতন কোনভাবেই মেনে নিতে পারছিনা। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল তাই এ ব্যাপারে সুষ্ঠু বিচার চেয়ে পানছড়ি থানায় একটি অভিযোগ করেছি।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version