parbattanews

পানছড়ির দুর্গম এলাকায় খাগড়াছড়ি জোনের চিকিৎসা সেবা প্রদান

 medical camp Pic copy

‍নিজস্ব প্রতিবেদক পানছড়ি:

খাগড়াছড়ি জোন ১৪ই বেঙ্গলের আয়োজনে জেলার পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে খাগড়াছড়ি এমডিএস এ কর্মরত ডা. ক্যাপ্টেন শামীম ও ক্যাপ্টেন তানিজা রোগীদের চিকিৎসা সেবা দেয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জোনের অধিনস্থ পানছড়ি সাব জোনের অধিনায়ক মেজর রফিকুল ইসলাম।

৩নং সদর পানছড়ি ইউপির অক্ষয় মেম্বার পাড়া, নাপিতা পাড়া, রত্ন মুনি পাড়া, পানের বোরো এলাকার প্রায় তিন শতাধিক হত-দরিদ্র জনগণের মাঝে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।

এলাকার সচেতন মহল খাগড়াছড়ি জোনের এ মহতি উদ্যোগের ভূয়শী প্রশংসা করে। তাছাড়া চিকিৎসা সেবা নিতে আসা বয়োবৃদ্ধ চোগী চাকমা, মিলি চাকমা, চন্দ্রধর চাকমা পার্বত্যনিউজকে জানায়, জীবনে এ প্রথম বিনামূল্যে চিকিৎসা ঔষধ ও সেবা পেয়েছি।

Exit mobile version