parbattanews

পানছড়ির দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিলেন সেনাবাহিনী

আপডেট সংবাদ: পানছড়ি উপজেলার গরিব, অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন)।

সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে প্রদীপপাড়া, নীলমনি কার্বারী পাড়া, হরিগোপালপাড়া, তালতলা ও ফাতেমানগর এলাকার বিভিন্ন সম্প্রদায়ের অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম।

তিনি করোনা মহামারী রোধকল্পে অঘোষিত লকডাউনে থাকা ৩৫০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়ে তাদের খোঁজ খবর নেন।

এ সময় অতি জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে না আসা, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারি বিধি নিষেধগুলো মেনে চলার অনুরোধ করেন।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলা, সাবান দিয়ে বার বার হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

বয়োবৃদ্ধ শেফালী চাকমা, জলপা সাঁওতাল‘সহ অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, চেংগী নদী পার করে এভাবে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী বলেই সম্ভব।

জোন কমান্ডার উপস্থিত সাংবাদিকদের বলেন, খাগড়াছড়ি সদর জোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আত্ম মানবতার সেবায় সার্বক্ষণিক পাশে ছিল আগামীতেও থাকবে।

শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।

আত্ম সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, পড়ালেখা, খেলাধুলাসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যেগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী ও পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. আহসান হাবীব।

Exit mobile version