parbattanews

পানছড়ির প্রধান সড়কে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুটি: দূর্ঘটনার আশঙ্কা

ELE

শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি।

পানছড়ি বাজারের প্রধান সড়কে দাড়িয়ে আছে ঝুকিপূর্ণ একটি বৈদ্যুতিক খুটি যার কারণে যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের নেই কোন মাথা ব্যাথা। সরেজমিনে দেখা যায়, পানছড়ি উপজেলা সড়কের টিএন্ডটি মোড় এলাকায় রাস্তার মধ্যখানে ট্রান্সফরমারসহ দাড়িয়ে আছে দুটি বৈদ্যুতিক খুটি।  যার খুটিগুলো মরিচা ধরে ভগ্ন অবস্থা প্রায়।  যে কোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে। এ নিয়ে কোন ধরনের চিন্তাই করছেনা বিদ্যুৎ বিভাগ।

অথচ খুটি দুটির দু’সাইড দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও পরিবহন চলাচল করছে। তাই চলাচলকারীরা খুটি দুটি পার হবার সময় উপরওয়ালার নাম স্মরণ করতে করতেই বিপদ সীমা অতিক্রম করে। অথচ খুটি দুটি রাস্তার এক সাইডে নিয়ে আসা হলে কিছুটা হলেও বিপদমুক্ত বলে ধারনা করছেন চলাচলকারীরা।

এ ব্যাপারে পানছড়িতে “আর ই” এর দায়িত্বে থাকা পলাশ চন্দ্র ভৌমিক এ প্রতিবেদককে জানান, এ ব্যাপারে কেউ কোন ধরনের আবেদন বা অভিযোগ করেনি তবে আপনার মাধ্যমে জানতে পারলাম। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করে সহসাই ব্যবস্থা নিবে বলে তিনি মত প্রকাশ করেন।

Exit mobile version