parbattanews

পানছড়ির প্রবারণা উৎসবে ঐতিহ্যবাহী পোশাকে দুই শিশু

প্রবারণা উৎসব (ওয়াগ্যোয়াই পোয়ে) উপলক্ষে পানছড়ির চৌধুরী পাড়া শতবর্ষী অগ্রমেধ বৌদ্ধ বিহারে দিনব্যাপী ছিল নানান আয়োজন।

মারমা সম্প্রদায়ের এই উৎসবের মূল আকর্ষণ ছিল ক্যচিংহ্লা মারমা ও অংশাপ্রু মারমার ঐতিহ্যবাহী পোশাক।মারমা সম্প্রদায়ে ঐতিহ্যবাহী এই পোশাককে আচ্ছ্যাং বলে। বৌদ্ধ পূজা ও পঞ্চশীল নিতে আসা দু’শিশু সম্পর্কে আপন খালাতো-মামাতো ভাই। দু’জনের সাদা-হলুদের পোশাক ছিল বিহারের মূল আকর্ষণ।

এলাকার রুমেল মারমা ও ক্যপ্রুচাই মারমা জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু করে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত টানা তিন মাস বর্ষাবাস (ওয়া) পালন শেষে প্রবারণা পূর্ণিমা (ওয়াগ্যোয়াই পোয়ে) পালন করা হয়।

উৎসবে দুই শিশুর পোশাক আসলেই ছিল নজরকাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের এই বাহারী পোশাক ছড়িয়ে পড়েছে। তারা আরো জানান, এই দিনে মারমা সম্প্রদায়ের ঘরে ঘরে ভালো খাবারের আয়োজন করে আগত অতিথিদের আপ্যায়ন করে এবং ছোট-বড় সবাই নিরামিষ পালন করে।সন্ধ্যায় দৃষ্টিনন্দন ফানুস উড়ানোর মধ্যে দিয়ে প্রবারণা উৎসব (ওয়াগ্যোয়াই পোয়ে) সমাপ্তি ঘটে।

Exit mobile version