পানছড়ির বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫জন

fec-image

পানছড়ির বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ অর্জন করেছে ৫জন। উপজেলার সবকটি জিপিএ বাজার উচ্চ বিদ্যালয় থেকেই বলে এখন পর্যন্ত জানা গেছে।

পানছড়ির মুখ উজ্জ্বল করা মেধাবী মেরাজ হাসানের রোল ১২৪৪৯৩, রেজি: ১৭১৪৫৬৩৬০৭ সে সাঁওতাল পাড়ার আবদুল মান্নান ও সাহেনা বেগমের সন্তান।

সাজিবুল ইসলামের রোল ১২৪২৯৬ রেজি: ১৭১৪৫৬৩৬১৩ সে কলাবাগানের এনায়েত হোসেন ও সেলিনা আক্তারের সন্তান।

অন্যন্যা দেওয়ানের রোল ১২৪৪৬৭ রেজি: ১৭১৪৫৬৩৪৯৯ সে টিএন্ডটি টিলার সুচিন্ত দেওয়ান ও আকাশী চাকমার কন্যা।

অবনী ত্রিপুরার রোল ১২৪৪৯৫, রেজি: ১৭১৪৫৬৩৬১০ সে টিএন্ডটি টিলার ললেন্দ্র লাল ত্রিপুরা ও স্বপ্না দেবী ত্রিপুরার কন্যা।

অর্পিতা শীলের রোল ১২৪৪৬৯ রেজি: ১৭১৪৫৬৩৫০৩ সে পানছড়ি বাজার এলাকার উজ্বল শীল ও শিপ্রা শীলের কন্যা।

বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জিপিএ -৫ এর বিষয়টি নিশ্চিত না করলেও বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ ও অভিভাবকগন বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জিপিএ-৫, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন