পানছড়ির বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবকে গতিশীল করার পরিকল্পনা

fec-image

উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়ন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব পরিদর্শন করে গেলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারি কিউরেটর মো: আনিছুর রহমান, সহকারি প্রোগ্রামার মো: কায়ছার আবদুল্লাহ্ ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল মো: কামরুজ্জামান।

তাঁরা পানছড়ি ইউনিয়ন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সহকারি কিউরেটর মো: আনিছুর রহমান বলেন, ক্লাবের কার্যক্রমকে গতিশীল করার জন্য যা যা কিছু প্রয়োজন সব দেয়া হবে। আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্বুদ্ধ  করাই সরকারের মূল পরিকল্পনা। সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি কিছু বই উপহার দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাথ দেব, যুবলীগের সভাপতি আল-আমিন, ইউপি সচিব মো: নজরুল ইসলামসহ ইউপির সকল সদস্য-সদস্যারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন