parbattanews

পানছড়ির বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

00

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রদায়গুলোর মধ্যে ছিল চাকমা, ত্রিপুরা, মারমা, সাঁওতাল, হিন্দু ও মুসলিম। রবিবার সকাল ১০টা থেকে উপজেলার আচাই মহাজন পাড়া ও কানুনগো পাড়া এলাকায় প্রায় শতাধিক শীতার্ত পরিবারের সদস্যরা শীতবস্ত্র গ্রহণ করে। খাগড়াছড়ি ১৪ বেঙ্গলের অধীনস্থ পানছড়ি সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন রোমান আল আসিফ উপস্থিত থেকে এ বস্ত্র তুলে দেয়।

আচাই মহাজন পাড়া এলাকার বয়োবৃদ্ধ লেদুনী ত্রিপুরা, আইয়ুব নগরের বিবি রহিমা, চৌধুরী পাড়ার ম্রেচোইঙ্গা মারমা, কানুনগো পাড়ার চিতা মুর্মু, পারভেল সাঁওতাল ও জ্যোতিকর চাকমা জানায়, এবারের শীতে এ প্রথম শীতবস্ত্র পেয়েছি। সেনাবাহিনীর দেয়া কম্বল পেয়ে আমরা খুব খুশী। এটি শীত নিবারণে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য প্রতি বছর সেনাবাহিনীর উদ্যোগে পানছড়ি বিভিন্ন এলাকায় শীতবস্ত্র, গরীব মেধাবীদের আর্থিক সহায়তা প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে থাকে।

Exit mobile version