parbattanews

পানছড়ির বিভিন্ন হাট-বাজারে জাল নোটের প্রবনতা কমেছে!

শাহজাহান কবির সাজু, পানছড়ি ॥  

কোরবানির ঈদকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন হাট-বাজারে জাল নোটের প্রবনতা কমেছে বলে জানা গেছে। জানা যায়, একটি সংঘবদ্ধ বড় চক্র প্রতি বছরই  জাল নোট বাজারে ছড়িয়ে নিরীহ ক্রেতা সাধারণকে ঠকিয়ে আসছিল।

বঙ্গবন্ধু ছবি সংবলিত নতুন আকৃতির জাল নোটগুলো ১০০০টাকা, ৫০০টাকা ও ১০০টাকার হয়ে থাকে। তাই এসব নোটগুলো নেওয়ার আগে ভালভাবে দেখে বুঝে নেওয়া উচিত। তবে এর মধ্যে ৫০০ ও ১০০টাকার জাল নোটেই বেশী প্রতারিত হচ্ছে মানুষ। জাল নোট সনাক্ত করে উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টারও দেওয়া হয়েছে। তাছাড়া সংঘবদ্ধ চক্রকে নিষ্ক্রিয় করতে পানছড়ি থানা পুলিশও কড়া নজরদারী রেখেছে।

জাল নোট সনাক্ত করার জন্য জেলার বিভিন্ন ব্যাংকের ক্যাশিয়ারদের নিয়ে গত বছর ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসক হল রুমে এক সচেতনতা মূলক সেমিনারও অনুষ্ঠিত  হয়েছে। পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস সামাদ মোড়ল এ প্রতিবেদককে বলেন, আমাদের কাছে জাল নোট সংক্রান্ত কোন অভিযোগ এখন পর্যন্ত আসেনি। অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এ ব্যাপারে বিশেষ করে গরুবাজার গুলোতে পুলিশের কড়া নজরদারী রয়েছে।

Exit mobile version