parbattanews

পানছড়ির বে-রসিক চোরের রসিকতা

পানছড়ির কিছু বে-রসিক চোরের রসিকতায় জমে উঠেছে চায়ের আসর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলার প্যানেল ও ব্যাটারি চুরির খবরটি পার্বত্য নিউজে প্রকাশের পর এলাকাবাসী ও স্থানীয় আনসার ক্যাম্পের সদস্যরা তৎপর হয়ে উঠে চুরি হওয়া প্যানেল ও ব্যাটারি উদ্ধারের জন্য।

অবশেষে দিশেহারা বে-রসিক চোরের দল রাতের অন্ধকারে স্থানীয় হাকিম আলীর আম বাগানের পাশে জিনিসগুলো রেখে দেয়। সকালে এলাকাবাসী ও শনটিলা আনসার ক্যাম্প কমান্ডারসহ এসব উদ্ধার করে।

ক্যাম্প কমান্ডার আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়ি থানার এসআই পার্থ রায় চৌধুরী ও এসআই সায়ীদুর রহমানসহ এলাকার মুরুব্বীরারা বিভিন্ন কলা-কৌশল ও ভয় ভীতির পর এসব উদ্ধার করা সম্ভব হলেও চোর সনাক্ত করা সম্ভব হয় নাই। তবে এলাকায় একটি তৎপর চোরের দল বিভিন্ন সময়ে চুরি করে। দলটি মসজিদেও চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

Exit mobile version