parbattanews

পানছড়ির ভারসাম্যহীনদের দু’মাস ধরে রাতের খাবার দিচ্ছে ছয় যুবক

পানছড়ির ভারসাম্যহীনদের দু’মাস ধরে সম্পুর্ণ নিজেদের অর্থায়নে রাতের খাবার দিচ্ছে পানছড়ির ছয় যুবক। করোনা মহামারীর শুরুতে পানছড়ি বাজারের হোটেলগুলো বন্ধ হলে আশ-পাশ এলাকায় ঘুরে বেড়ানো ভারসাম্যহীনরা হয়ে পড়ে ক্ষুধার্ত।

পরিশেষে তাদের রাতের খাবার নিয়ে হাজির হয় মামুন, ফারুক, সাব্বির, শুভ, মিন্টু ও কামরুলসহ ছয় যুবক। ভারসাম্যহীনদের সেবায় তারা আজ পূর্ণ করেছে দু’মাস। তাদের এই কর্মকাণ্ড সকল মহলেই প্রশংসা অর্জন করেছে।

২৮মে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাদের সাথে কথা বলে জানা যায়, টর্চের আলোতে বাজারের অলি-গলি থেকে তাদের প্রতিদিন খুঁজে বের করে পানিসহ খাবার তুলে দেয়া হয়। বর্তমানে প্রায় ২০ জনকে দেয়া হচ্ছে।

দলের সদস্যরা বলেন, ঈদের দিনেও মিষ্টি ও ভালো খাবারের ব্যবস্থা ছিল। ভারসাম্যহীনদের সেবা দিতে পেরে নিজেরা আত্মতৃপ্তি পাচ্ছে বলে জানায়।

এদিকে ভারসাম্যহীনদের দিনের খাবার দিচ্ছে সামাজিক সংগঠন “চিহ্ন”। ৩নং পানছড়ি ইউপি ডিজিটাল সেন্টারের পরিচালক শামিম সিহাব ও পানছড়ি বাজারের ব্যবসায়ী মিরাজ হোসেনসহ গড়ে তোলা সংগঠনটির কার্যক্রমও সবার নজর কেড়েছে।

Exit mobile version