parbattanews

পানছড়ির ভোটযুদ্ধে দু’ শ্বশুরের পরাজয়

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ১নং লোগাং ইউপি ও ৪নং লতিবান ইউপিতে আলোচনার কেন্দ্র বিন্দু ছিল জামাই শ্বশুরের ভোটযুদ্ধ। নির্বাচনী মাঠেও ছিল তারা সরগরম। প্রতীক পর্যন্ত কেউ কাউকে ছাড় দেয়নি। এই জামাই শ্বশুরদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। এনিয়ে নির্বাচনের পরেও চায়ের আসরে শ্বশুর জামাই নিয়ে চলছে মুখরোচক গল্প।

জানা যায়, উপজেলায় ইউপি নির্বাচনী ফলাফলে সবচেয়ে রসালো ঘটনা ঘটেছে ১নং লোগাং ইউপির ৪নং ওয়ার্ডে। এখানে শ্বশুর জামাই দু’জনেই পরাজয়ের গ্লানি নিয়ে বাড়ি ফিরেছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো জামাই লোগাং বাজারের আবদুল খালেকের ছেলে আবদুল জলিল মোরগ প্রতীক নিয়ে পেয়েছে ২৯৯ ভোট। অপরদিকে শ্বশুর শান্তিনগর গ্রামের আলী আহাম্মদের ছেলে মো. হানিফ তালা প্রতীক নিয়ে পেয়েছে মাত্র ২ ভোট। এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, নিজ পরিবারের সদস্যরা ছাড়াও প্রস্তাবকারী ও সমর্থনকারীরাও হানিফের সাথে বেইমানী করেছে।

এদিকে ৪নং লতিবান ইউপি‘র ৬নং ওয়ার্ডে জামাই শ্বশুর লাড়ইয়ে ফুটবল প্রতীক নিয়ে জামাই কুল জ্যোতি খীসা জয়লাভ করে। সে একই ওয়ার্ডর লীলা মোহন পাড়ার সন্তোষ খীসার ছেলে। একই ওয়ার্ডের কিষ্ট মোহন পাড়ার কিষ্ট মোহন চাকমার ছেলে সাবেক ইউপি সদস্য বয়োবৃদ্ধ নীরু রঞ্জন চাকমা এই পরাজয়ে ভেঙ্গে পড়েছেন বলে জানা যায়।

Exit mobile version