parbattanews

পানছড়ির মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও চষে বেড়াচ্ছে ভোটের মাঠ

 

শাহজাহান কবির সাজু, পানছড়ি :

পানছড়িতে বসে নেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। কনকনে শীত ও গত দু’দিনের বৈরী আবহাওয়া উপেক্ষা করেও নিজ নিজ শুভাকাংঙ্খী আর কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ার আর চাইছেন আর্শীবাদ ও ভোট। তাই পুরুষ প্রার্থীদের চেয়ে প্রচারণায় কোন অংশে পিছিয়ে নেই তারা।

তবে ভোটের মাঠে চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা, আলোচনা-সমালোচনা থাকলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদ নিয়ে ভোটারদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি সমর্থিত প্রার্থী থাকলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সাইনবোর্ড নিয়ে কোন প্রার্থী নেই। তাই ভোটাররা যাকে যোগ্য মনে করেন তাকেই দল-মত নির্বিশেষে জয়যুক্ত করতে পারেন বলে সরেজমিনে ভোটারদের সাথে আলাপকালে জানা যায়।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শুভ্রা দেওয়ান (তীর ধনুক), রত্মা তঞ্চজ্ঞা (হাঁস), মনোয়ারা বেগম (ফুটবল), অপরাজিতা খীসা (পদ্মফুল), ছকিনা বেগম (কলস) ও রৌশনারা বেগম (প্রজাপতি) সহ  ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধীতার মাঠে রয়েছেন।

এদের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শুভ্রা দেওয়ান (তীরধনুক), রত্মা তঞ্চজ্ঞা (হাঁস), বিগত নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করলেও অপরাজিতা খীসা (পদ্মফুল) মনোয়ারা বেগম (ফুটবল), ছকিনা বেগম (কলসি), রৌশনারা বেগম (প্রজাপতি) এবারই প্রথম প্রতিদ্বন্ধীতা করছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারী অনুষ্টিত হবে পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। বিগত নির্বাচনে শুভ্রা দেওয়ান ৭৯৬৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী রত্মা তঞ্চজ্ঞা পেয়েছিল ৬১১২ ভোট। তবে এবার নির্বাচনে কে হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান এ প্রশ্ন সাধারণ ভোটারদের।

Exit mobile version