parbattanews

পানছড়ির মানসিক ভারসাম্যহীনদের খাবার দিচ্ছে ‘চিহ্ন’

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সারা বছর ধরেই দেখা যায় মানসিক ভারসাম্যহীনদের আনাগোনা। পানছড়ির মানুষের আদর যত্ন আর ভালোবাসার টানে কেউ ফিরতে চায়না। তাদের চিকিৎসা সেবা পর্যন্ত নিশ্চিত করে পানছড়িবাসী।

প্রতিদিন প্রায় গোটা বিশেক ভারসাম্যহীন ঘুরে বেড়ায় পানছড়ি বাজারের এপার-ওপার। বিভিন্ন হোটেলের সামনে গিয়ে দাড়ানো মাত্রই হোটেল মালিক বুঝতে পারে খাবারের সন্ধানে এসেছে। তাই চোখা-চোখি হবার আগেই মিলে যায় তাদের নিত্য বেলার খাবার। কিন্তু করোনা মহামারীর কারণে বর্তমানে হোটেল রেস্তোরা সব বন্ধ। তাই খাবারের সন্ধানে দিশেহারা তারা। গেল বারের লকডাউনে একটানা চার মাস তাদের মুখে খাবার তুলে দিয়েছিল পানছড়ির সামাজিক সংগঠন চিহ্ন। এবারেও খাবার ও পানি হাতে এগিয়ে এসেছে চিহ্ন।

প্রতিদিন খুজে খুজে বের করে দুপুরের খাবারের প্যাকেট তুলে দিচ্ছে হাতে। চিহ্ন নামক সংগঠনের সদস্যরা জানান, আসলে নামের জন্য না এই মুহুর্তে তাদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব মনে করেই সেবাটুকু দিতে চেষ্টা করে যাচ্ছি। যতদিন লকডাউন থাকবে তা অব্যাহত থাকবে বলেও জানালেন তারা।

Exit mobile version