parbattanews

পানছড়ির মায়াবীনি ব্যাডমিন্টনে বেলাল-ফাহিম চ্যাম্পিয়ন

পানছড়ি প্রতিনিধি:

পানছড়ির মায়াবীনি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বেলাল-ফাহিম চ্যাম্পিয়ন হয়েছে।

পানছড়ি বাজার ব্যবসায়ীদের আয়োজনে মায়াবীনি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’১৮ সম্পন্ন হয়েছে। শিক্ষা ও ক্রীড়া প্রেমী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের দেয়া মায়াবীনি লেকের নামানুসারে এ টুর্নামেন্টের নামকরণ করেছে মায়াবীনি।

১২টি দল নিয়ে গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে অনুষ্ঠিতব্য ফাইনালে মোকাবেলা করে বেলাল-ফাহিম বনাম সোহেল-আফছার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বেলাল-ফাহিম ২-০ তে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিচার্জ ইনচার্জ মো. মিজানুর রহমান, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, জাতীয় পার্টির জেলা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম, ইউপি সদস্য আসিফ করিম, মহিলা সদস্যা আফরিন জান্নাত বিউটি, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন প্রমুখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাজাহান কবির সাজু ও মো. আবদুল কাদের।

Exit mobile version