parbattanews

পানছড়ির লোকালয়ে বিরল আকৃতির প্রজাপতি

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাটি অপরূপ সৌন্দর্যে ভরা।

রাবার ড্যাম, মায়াবীনি আর মায়া কানন যেমনি দর্শনার্থীর মন কেড়ে নেয়, তেমনি পানছড়ির লোকালয়ে দিনের আলোতে আপন ভৃুবনে পাখা মেলে উড়ে বেড়ায় নানান রঙের প্রজাপতি আর রাতের আলোয় জোনাকী।

তবে মঙ্গলবার (২অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামপুর এলাকার সোহরাব হোসেনের বাঁশঝাড়ে দেখা মিলে এক বিরল আকৃতির প্রজাপতি। যার অপরূপ সৌন্দর্য উপভোগে ছুটে আসেন অনেক দর্শনার্থী।

দর্শনার্থীদের দাবী, এতো সুন্দর আর বিশালাকার প্রজাপতি এর আগে কখনো তাদের চোখে পড়েনি। এ সময় মোবাইলে ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। প্রজাপতিটির নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয় পড়ুয়া ঋতু, রিয়াদসহ কয়েকজন মিলে বাঁশঝাড়ের উঁচু ডালে তুলে দিতে সহায়তা করতেও দেখা যায়।

দর্শনার্থী বিদ্যালয় শিক্ষক সুলতান মাহামুদ জানান, অনেক সুন্দর মন-প্রাণ ভরে উপভোগ করেছি।

Exit mobile version