parbattanews

পানছড়ির শতাধিক শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এ উপলক্ষে পানছড়ি থানায় অনুষ্ঠিত হয়েছিল এক দৃষ্টিনন্দন আয়োজন।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে পুনাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাকের সভানেত্রী রেহানা ফেরদৌসী। এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক।

এ সময় তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে বলেন, পুনাকের কর্ম পরিধি জেলার সব’কটি থানাতেই বিদ্যমান।

অনুষ্ঠানের সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, ‌‘শীতবস্ত্র দিতে এসে আপনাদের দেখতে পেলাম সেটাই আমার বড় তৃপ্তি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মো. নাজিম উদ্দিন, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন এর সহধর্মিণী পুনাকের সহ-সভানেত্রী নুসরাত আলম, রামগড় থানার অফিসার ইনচার্জ এর সহধর্মিণী নাহিদ আক্তার, ট্রাফিক ইন্সপেক্টরের সহধর্মিণী পুনাক সদস্য শ্রাবণী পালসহ পুনাকের সকল সদস্য ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে পানছড়ি থানা পুলিশ।

শীতবস্ত্র নিতে আসারা পুনাকের এই মহতী উদ্যেগকে স্বাগত জানান।

Exit mobile version