parbattanews

পানছড়ির শীতার্ত মানসিক ভারসাম্যহীনদের পাশে একঝাঁক তরুণ

 AKDAL PIC copy

নিজস্ব প্রতিদেক:
খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে প্রায়ই আগমন ঘটে নতুন নতুন মানসিক ভারসাম্যহীন মানুষের। কিছুদিন অবস্থান শেষে তারা আবার কোথায় যে উধাও হয়ে যায় তা কেউ বুঝতে পারেন না। এদের মধ্যে হিন্দি ভাষায় অনর্গল কথা বলা মানসিক ভারসাম্যহীনও আছে।

এবারের হাড়কাঁপানো শীতে পাহাড়ের সকল সম্প্রদায় যখন কাবু হয়ে পড়েছে তখন বাদ নেই পানছড়ি বাজারের ভারসাম্যহীনরাও। তাই তাদের শীত নিবারণে এগিয়ে এসেছে পানছড়ির একঝাঁক তরুণ। নিজ হাতে তাদের শীতবস্ত্র (কম্বল) গায়ে জড়িয়ে দিয়ে সৃষ্টি করেছেন মহানুভবতার দৃষ্টান্ত।

মঙ্গলবার  রাত আনুমানিক দশটা’র দিকে গায়ে কম্বল জড়িয়ে দেয়ার মুহুর্তে  আরিফুল ইসলাম মোহিন, নাজমুল, মামুন, ফারুক, সোহেল, সবুজ, সুব্রত সেন, রাসেল, শুভ দত্ত জানান, আমরা এ পর্যন্ত আট জন ভারসাম্যহীনকে শীতবস্ত্র দিয়েছি। পানছড়ির বিভিন্ন এলাকায় আরও যারা ভারসাম্যহীন রয়েছে তাদের খুঁজে বের করে তাদেরও শীতবস্ত্র প্রদান করা হবে বলেও তারা জানান।

৩নং সদর পানছড়ি ইউপির বাসিন্দা নাজির হোসেন জানান, এটি একটি মহতী উদ্দ্যোগ। একঝাঁক তরুণের এ ধরনের মহানুভবতা পানছড়ির জন্য একটি বিরল দৃষ্টান্ত বলেও তিনি মনে করেন।

 

Exit mobile version