parbattanews

পানছড়ির সবচেয়ে খর্বকায় শাহানা এবার ভোট দিবে

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সবচেয়ে খর্বকায় প্রতিবন্ধীর নাম শাহানা। তিনি এবার নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মায়ের কোলে চড়ে ভোট কেন্দ্রে যাবেন শাহানা।

ঘরে বসে মা হামিদা শিখিয়ে দিচ্ছেন কীভাবে ভোট দিতে হয়। শাহানাও মনযোগ সহকারে বুঝে নিচ্ছে মায়ের দেয়া পরামর্শ।

সরেজমিনে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পাশে একটি ভাড়া ঘরে থাকা শাহানাদের ঘরে গিয়ে জানা যায়, তার জন্ম তারিখ ২০ মে ১৯৯৬সাল। সে হিসেবে শাহানার বয়স প্রায় ২২ বছর উচ্চতা ৩১ ইঞ্চি (২ ফুট ৭ ইঞ্চি)। তার ভোটার নং ৪৬০৫৬১০০০০২৮ সিরিয়াল নং ৮১। ৩নং পানছড়ি ইউপির হাসান নগর কেন্দ্রে সে এবার জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করবে।

কোন মার্কায় ভোট দিবেন জানতে চাইলে শাহানা তা জানাতে মুচকি হেসে অপারগতা প্রকাশ করে। তার বাবার নাম আবদুল আলী। পানছড়ি বাজারের প্রধান সড়কে বসে শীতকালীন পিঠা বিক্রি করেই চলে তাদের সংসার।

Exit mobile version