parbattanews

পানছড়ির ২ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়ি উপজেলার দুটি বিদ্যালয়ে চালু হয়েছে সততা স্টোর। দুর্নীতি দমন কমিশন (দুদক) পানছড়ি উপজেলা শাখার আর্থিক সহযোগিতায় এটি চালু হয়েছে।

উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে সদ্য চালু হওয়া সততা স্টোরের শুভ উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পানছড়ি উপজেলা শাখার সভাপতি বকুল চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহাম্মদ।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০টায় উল্টাছড়ি ও ১১টায় বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিতা কাটার মাধ্যমে স্টোরের কার্যক্রম চালু হয়।

মালিকবিহীন এ স্টোরে থাকবে বিভিন্ন পণ্য, পণ্যাদির দর ও ক্যাশবাক্স। শিক্ষার্থীরা নিজেরাই পছন্দমত পণ্যাদি ক্রয় করে রেজিষ্টারে নিজেদের নাম, শ্রেণি, রোল ও ক্রয়মূল্য লিপিবদ্ধ করবে ও ক্যাশবাক্সে টাকা রাখবে।

শিক্ষার্থীরা জানায়, সততা স্টোরের মাধ্যমে আমরা নিজেদের চরিত্র গঠনের অনেক কিছু শিখতে পারবো।

দুদক সভাপতি জানান, দুটি বিদ্যালয়ে সততা স্টোরের কার্যক্রম তদারকির জন্য দুদকের দু’জন প্রতিনিধি দেখাশুনা করবে, তবে মূল ভুমিকায় থাকবে বিদ্যালয়ের শিক্ষকেরা।

অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় দুটিতে আসবাবপত্র প্রদান করেন এবং সততা স্টোর দুটিতে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

Exit mobile version