parbattanews

পানছড়ির ৩টি ইটভাটা বন্ধ ঘোষনা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩টি ইটভাটা বন্ধ ঘোষনা করা হয়েছে। ১২ফেব্রুয়ারী (শনিবার) সকাল দশটায় এ আদেশ জারী করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

উপজেলার নালকাটা এলাকায় সততা, এমএসআর ও লোগাংয়ে সেলিম এন্ড ব্রাদার্স নামের ইটভাটা তিনটির অবস্থান। মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১২০৪/২০২২ এর আদেশ মোতাবেক ইট ভাটার (পানছড়ি উপজেলা) সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয় বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, ইটভাটা বন্ধ ঘোষনা করার ফলে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড বাঁধাগ্রস্থ হয়ে দাঁড়াবে। ভাটা তিনটিতে দরিদ্র পরিবারের প্রায় পাঁচ শতাধিক বেকার শ্রমিকের কর্মসংস্থান। পাঁচ শতাধিক শ্রমিকের বেকারত্বে এলাকায় নেতিবাচক প্রভাব পড়ার সম্ভবনা রয়েছে বলে অনেকে জানান।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে জেলার বিভিন্ন ইটভাটা ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পানছড়িতেও বন্ধ থাকবে।

Exit mobile version