parbattanews

পানছড়ির ৮টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি

শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৮টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হতে হচ্ছে। এ লক্ষে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার সাথে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।

পানছড়ি বাজার দেবালয় মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি সনজিত পাল মিঠু ও লোগাং বাজার বিগ্রহ মন্দিরের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন সাহা বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজা  পালন করার জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। নিরাপত্তার চেয়ে পানছড়ি থানা বরাবরে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

উপজেলার যে সব মন্দিরে দূর্গা পূজা উদযাপন হবে সে সব মন্ডপগুলো হচ্ছে পানছড়ি বাজার দেবালয় মন্দির, লোগাং বাজার দেবালয় মন্দির, লোগাং হেডম্যান পাড়া শিব মন্দির, লোগাং অষ্টো মঙ্গলা শিব মন্দির, বাম্বু পাড়া দেবালয় মন্দির, কুড়াদিয়াছড়া সার্বজনীন মন্দির, বাউর পাড়া দেবালয় মন্দির, আদি ত্রিপুরা পাড়া দেবালয় মন্দির।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সামাদ মোড়ল বলেন, প্রতিটি পূজা মন্ডপে ৬ জন করে পুলিশ ও ৬জন করে আনসার নিরাপত্তার কাজে থাকার পাশাপাশি ২টি মোবাইল টিমও নিরাপত্তার নিয়োজিত থাকবে।

Exit mobile version