parbattanews

পানছড়ি ইউপির আওতাধীন মোটর সাইকেল ও সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস মহামারি উত্তরণে জেলার পানছড়ি সদর ইউপির আওতাধীন মোটর সাইকেল ও সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রাখার দৃশ্যটি সবার নজর কাড়ে।

শনিবার (১১ এপ্রিল) সকাল দশটা থেকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ৭০ জন মোটর সাইকেল ও ৪১জন সিএনজি চালকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

জানা যায়, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পানছড়ির উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পানছড়ি ইউপির নামে বরাদ্দকৃত জি/আর থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন। এ বরাদ্দ থেকে গতকাল শুক্রবারও ২০০ খেটে-খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

কয়েকজন মোটর সাইকেল ও সিএনজি চালক জানান, ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের আন্তরিকতার ফলেই আমরা এসব পেয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সিএনজি চালকদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা দেয়ার চেষ্টা করে হবে।

Exit mobile version