parbattanews

পানছড়ি উপজেলায় জিপিএ ৫ পেয়েছে মাত্র ১ জন, পাশের হার ৫৫ শতাংশ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এবারের এসএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়েছে শারমিন আক্তার নামের এক শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) অনলাইনে ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ।

জানা যায়, উপজেলার একমাত্র জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর নাম শারমিন আক্তার। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পড়ুয়া শারমিনের রোল ১২৮৩২৮ ও রেজি নং ২০১৪৭৬৭০৮৪। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রইছ উদ্দিনের মেয়ে।

এমন ফলাফলে দারুণ খুশী হওয়া শারমিনের স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হবে। মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও এমএআজিজ কোচিং সেন্টারের ইমতিয়াজ উদ্দীন হেলাল স্যারের প্রতি কৃতজ্ঞতা কথা জানায় সে।

উল্লেখ্য, এবারের পানছড়ি উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৫৩ জন। যার মাঝে পাশ করেছে মাত্র ৫২৮ জন। জিপিএ ৫ খরা ও ফলাফল বিপর্যয়ে অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে অনেকেই জানান।

Exit mobile version