parbattanews

পানছড়িতে শান্তি জীবন চাকমার দায়িত্ব গ্রহণ নিয়ে নানা গুঞ্জন

সংগৃহীত ছবি

হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শান্তি জীবন চাকমার দায়িত্বভার গ্রহণ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। দেখো দিয়েছে জনমনে শংকাও।

রবিবার (১৯ মে) তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

জানা যায়, গত ১৮ মার্চ অনুষ্ঠিতব্য ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রসীত বিকাশ খীসার ইউপিডিএফ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শান্তি জীবন চাকমা নির্বাচিত হন। কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামী আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে এমন ওয়ারেন্টভুক্ত আসামী কিভাবে দায়িত্ব গ্রহণ করবেন এ নিয়ে রীতিমত প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শান্তি জীবন চাকমার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।

সূত্র জানায়, চলতি বছরে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস (এমএন) গ্রুপের কর্মী রনি ত্রিপুরা (৩০) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। এ ঘটনায় (৯ ফেব্রুয়ারি) সকালে রনির ত্রিপুরার মা লতাতি ত্রিপুরা বাদি হয়ে পানছড়ি থানায় মামলাটি করেন। মামলা নং পানছড়ি থানায় একটি মামলা নং ০১ তারিখ:০৯ ফেব্রুযারি ২০১৯ ধারা ৩০২/৩৪ দ:বি:। এ মামলায় শান্তি জীবন চাকমা ওয়ারেন্টভুক্ত আসামী।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ওয়ারেন্ট থাকলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও শান্তি জীবন চাকমার বিরুদ্ধে  নানা  সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় দুইটি মামলা নং ০৪, তারিখ ০৭ মার্চ ২০১৮, ধারা ১৪৭/১৪৮/৩৩২/১৪৯/৩০৭/৩৩৩ দ:বি: এবং মামলা নং ০৭ তারিখ ২১ মার্চ ২০১৮ ধারা ১৪৩/৩২৩/৩৪১/৪৩৫/৪২৭ দ:বি: রয়েছে বলে জানান।

এদিকে বিতর্কিত কর্মকান্ডের কারনে শান্তি জীবন চাকমার দায়িত্ব গ্রহণের সভা পরিষদের নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্জন করতে পারে বলে জানা গেছে। ফলে ঐ উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন কতটুকু ইতিবাচক হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শান্তি জীবন চাকমার অতীত কর্মকান্ড কখনো মসৃণ ছিল না। পাশাপাশি প্রসীত পন্থি ইউপিডিএফ’র সংশ্লিষ্ট থাকায় শান্তি জীবন চাকমাকে জনমনে এক ধরনের ভীতি রয়েছে।

এ বিষয়ে পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শান্তি জীবন চাকমার মন্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলে তার ০১৮৬৭৯৪৩১৮৫ মোবাইল নম্বরটি বন্ধা পাওয়া যায়।

Exit mobile version