parbattanews

রাস্তার দুই ধারে সজিনার ঢাল রোপণ করছে পানছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

Sojina Pic

স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহতী এক উদ্যোগ নজর কেড়েছে পানছড়িবাসীর। খাগড়াছড়ি সীমানা শেষ হয়ে পানছড়ি উপজেলা শুরু কুড়াদিয়াছড়া থেকে প্রধান সড়কের দু’পাশে “সজিনা” গাছ লাগানোর সময় নজরে পড়ে এই মহতী উদ্যোগ।

বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে পানছড়িবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, পানছড়ি উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজির আহাম্মেদ, অরুনাংকর চাকমা ও মানিক মিয়া ব্যস্ত সময় পার করছেন “সনিজা” গাছ রোপন নিয়ে। এরি মাঝে প্রায় অর্ধ শতাধিক ডাল রোপিত হয়েছে। পাশাপাশি এসব গাছ পরিচর্চার জন্য এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজির আহাম্মেদ এ প্রতিবেদককে জানান, “সজিনার’ শাক ও ডাটা মানব দেহের জন্য খুবই পুষ্টিকর খাদ্য। তাই কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের নিজ উদ্যেগেই রাস্তার দু’ধারে “সজিনা” গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো জানান, এসব গাছের রক্ষনা-বেক্ষনের দায়িত্ব জনগণের।

Exit mobile version