parbattanews

পানছড়ি জুড়ে ফুটেছে কৃষ্ণচুড়া আর কচুরিপানা ফুল, প্রকৃতি সেজেছে দারুণ সাজে

পুরো পানছড়ি জুড়ে ফুটেছে কৃষ্ণচুড়া ফুল। লাল সবুজের এই দারুণ মিশ্রণ উপভোগের আনন্দ আগের মতো আর নেই। পথের ধারে গাছের ফুলগুলো ফুটছেও একা ঝরে পড়ছেও একা। রাস্তার উপর কৃষ্ণচুড়ার লাল পাপড়ি ঝরে পড়ে পথচারীদের উপভোগের বার্তা জানালেও পড়ে না কারো দৃষ্টি। এমনিই দৃশ্য দেখা যায় পুরো পানছড়ি জুড়ে।

কৃষ্ণচুড়ার রূপমাধুরী ছাড়াও পানছড়ি-খাগড়াছড়ির প্রধান সড়কের পাশে পানছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার পুকুরে ফুটে আছে কচুরিপানার ফুল। পুরো পুকুর জুড়ে বৃত্তাকার কচুরিপানার ফুল এক নজরেই চোখ জুড়িয়ে যায়। তারপরও দর্শনার্থীর খরা।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। বৃত্তাকার কচুরিপানার ফুলগুলো দেখতে আসলেই দৃষ্টিনন্দন। তাই তিন বন্ধু মিলে উপভোগের পাশাপাশি একটু আড্ডা দিচ্ছি।

দর্শনার্থীদের না থাকায় সে নিজেও হতাশার কথা জানালেন। তিনি আরও জানান, দর্শনার্থী থাকুক আর নাই থাকুক প্রকৃতিকে সাজাতে সময় এলেই ফুলগুলো আপন রঙে সাজিয়ে তুলে পানছড়ির এপার-ওপার।

Exit mobile version