পানছড়ি থানা পুলিশের নজরকাড়া সেবা

fec-image

করোনা মোকাবেলায় নিজেদের সেরাটুকু বিলিয়ে দিচ্ছে পানছড়ি থানা পুলিশ। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও আনসার ভিডিপিও কাজ করছে করোনা প্রতিরোধে।

কিন্তু পানছড়ি থানার ওসি থেকে শুরু করে প্রতিটি সদস্য নিয়োজিত রয়েছে জনগনের সেবায়। সেই সাত সকাল থেকেই জীবনের ঝুকি নিয়ে যৌক্তিক কারণ ছাড়া অহেতুক সড়কে ঘুরঘুর করা শত শত মানুষকে সুন্দর আচরণ দিয়ে করছে ঘরমুখী।

করোনাভাইরাসের বিস্তার রোধে তারা শুধু ভাবছে সাধারণ জনগন নিয়ে। নিজের পরিবার পরিজনের কথা ভুলে পুরো পানছড়িকেই ভাবছে নিজের পরিবারের মতো। তাইতো কোন ধরণের লাঠিপেটাতো দুরের কথা আচরণেও কারো একবিন্দু মনে দাগ পড়েনি এ পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, পানছড়ি বাজার, লোগাং বাজার, পূজগাং, কুড়াদিয়াছড়াসহ বিভিন্ন এলাকায় সচেতনতার কাজ করছে ওসি দুলাল হোসেন নিজেই। হ্যান্ড মাইকে বলে যাচ্ছেন আমরা আপনাদের সেবায় নিয়োজিত।

সারাবিশ্বে করোনা মোকাবেলায় ঘরে থাকাই নিরাপদ। আপনারা সবাই নিজ বাড়িতে অবস্থান নিয়ে মাস্ক ব্যবহার করুন। কোন সমস্যা হলে পুলিশকে অবগত করুন। পুলিশের এই ধরণের সেবা দেখে পানছড়িবাসীও মুগ্ধ।

পানছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বনফুল ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী মো: সেলিম জানান, দিন নাই, রাত নাই আন্তরিক সেবা দিয়ে যাচ্ছে পানছড়ি থানা পুলিশ। তাদের আচার আচরণে মুগ্ধ হয়ে মানুষ ঘরে ফিরে যাচ্ছে সেটাই পুলিশের স্বার্থকতা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন