parbattanews

পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংঘের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা

পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংঘের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “অভিগম্য আগামীর পথে” এ প্রতিপাদ্যর ব্যানারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংঘের কার্যালয় প্রাঙ্গনে।

সভার শুরুতে প্রয়াত জয়িতা রোজী মেম্বারের এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিবন্ধী কল্যাণ সংঘের সভাপতি মো: হাসানুজ্জামানের স্বাগত বক্তব্য দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

সংগঠনের সদস্য মো: আমজাদ হোসেনের সঞ্চালিত সভায় এ সময় আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন। অতিথিরা প্রতিবন্ধীদের সব ধরণের সহযোগিতার ব্যাপারে সহযোগিতাসহ পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহ্মদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনিরুজ্জামান, জাতীয় পার্টির সভাপতি মো: জহুর আলী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন।

Exit mobile version