parbattanews

পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোটির টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোরে ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, পানছড়ি থানা পুলিশ ও সেনা সদস্যদের দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশে থাকা মক্কা স্টোরসহ দু’তিনটি দোকান ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।

পানছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের অবস্থা ভয়াবহ থাকলেও সকলের সহযোগিতায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।

আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও থানার ওসি মো. শফিউল আজম। শুরু থেকে শেষ পর্যন্ত দু’জন উপস্থিত থেকে সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, আপনাদের যে ক্ষয়ক্ষতি তা আসলে কোনভাবেই পূরণ করার নয়। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করেছি। সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে টিন, চাল ও আর্থিক সহয়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

Exit mobile version