parbattanews

পানছড়ি বাজার ব্যবসায়ীদের আলোচনা সভা

পানছড়ি প্রতিনিধি:

পানছড়ি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সহাবস্থান নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যা সমাধানকল্পে প্রশাসনের দৃষ্টি কামনা করে ব্যবসায়ীরা আলোচনা সভার আয়োজন করে।  সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী আহাম্মদ সৈয়দ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জয় প্রসাদ দেব, কাজী এনামুল হক সওদাগর, মো. ইসমাইল হোসেন, বাজার উন্নয়ন কমিটির সম্পাদক মো. আবুল কাশেম, স্থানীয় ইউপি সদস্য মো. আসিফ করিম প্রমুখ।

সভায় জানানো হয়, পানছড়ি উপজেলার প্রাণ কেন্দ্রে পানছড়ি বাজার বয়কটের ১০ মাস পূর্ণ হবে ২০ ফেব্রুয়ারি।  বাজারে ক্রেতা না থাকায় অনেক ব্যবসায়ী বিভিন্ন সমিতি থেকে নেয়া ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে এলাকা ছেড়ে পালিয়েছে।  বর্তমানেও ক্রেতাবিহীন দোকানে অলস সময় পার করছেন দোকান মালিকগণ।

উল্লেখ্য, গত ১৯ মে আঞ্চলিক সংগঠণ ইউপিডিএফ বাজার বয়কটের ঘোষণা দিলে ২০ মে থেকে আজ পর্যন্ত বাজারে বিরাজ করছে ভুতুড়ে অবস্থা।

Exit mobile version