পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

GIRL SCHOOL
 
 
পানছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। এলাকার মানুষের মুষ্ঠির চালের সহযোগিতায় ১৯৯৬ সালে চালু হয় এ প্রতিষ্ঠানটি। হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ আঠার বছর পাড়ি দিয়ে বর্তমানে উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উন্নিত হয়েছে। উপজেলার এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতীয় দিবসগুলো নিজেদের উদ্যোগেই পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতীয় শিশু দিবসে আয়োজন করেছিল রচনা প্রতিযোগিতার।
 
রচনার মূল বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধুর জীবনী। এতে প্রথম স্থান লাভ করে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী দীপা নন্দী। শনিবার দুপুর বারটায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক দীপংকর চাকমা উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীপা নন্দী একজন শারিরীক প্রতিবন্ধী এবং সে বিগত পঞ্চম শ্রেণীর প্রাথমিকেও টেলেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন