parbattanews

পানছড়ি মোল্লাপাড়ার এতিম শিশুদের পাশে লোগাং জোন

মোল্লাপাড়া দারুল উলুম হেফজ ও এতিমখানা পানছড়ি উপজেলার দ্বীনি শিক্ষার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এতিম ও অসহায় শিশুদের নিয়ে আবাসিক এই প্রতিষ্ঠানটি একমাত্র মানুষের দানের উপর নির্ভরশীল। যার মাঝে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে লোগাং জোন। লোগাং জোন আর্থিক সহায়তা, ঢেউটিন, ইট, ভবন মেরামত ও খাবার সরবরাহসহ নানান সহযোগিতা নিয়ে প্রায়ই তারা এগিয়ে আসে।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় মোল্লাপাড়া এতিম শিশুদের জন্য ইফতার সামগ্রী নিয়ে আসেন লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ওয়াসী উদ্দিন আহমেদ।

এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় শেষে তিনি ১০০ কেজি চাউল, ৯০ কেজি ছোলা, ৭২ কেজি করে খেজুর, চিনি ও মুড়ি তুলে দেন। তিনি মাদ্রাসা ভবন পরিদর্শন করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. জাকারিয়া জানান, ১২০ জন অসহায় ও এতিম শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত রয়েছে। ত্রিশ জনের অধিক হাফেজ ও মাওলানা এ প্রতিষ্ঠান থেকে সুনামের সহিত পাশ করেছে। লোগাং জোন (৩ বিজিবি) সব সময় পাশে থাকার জন্য তিনি দোয়া কামনা করেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

পানছড়িতে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করলো লোগাং জোন

Exit mobile version