parbattanews

পানছড়ি যুব রেড ক্রিসেন্টের বৃত্ত সেবা

করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে বৃত্ত একে দিচ্ছে পানছড়ি যুব রেড ক্রিসেন্ট।

জীবানুনাশক স্প্রে মারার পর সংগঠনের কর্মীরা সচেতনতা বৃদ্ধির জন্য ঔষধ, মুদি ও সবজির দোকানের সামনে এবার একে দিচ্ছে গোল বৃত্ত। এর নেতৃত্বে ছিলেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্য, যুব উপদেষ্টা মোফাজ্জল হোসেন ও পানছড়ির যুব প্রধান রায়হান আহম্মেদ।

২৮মার্চ (শনিবার) বিকেল ৩টা থেকে অংকন করা বৃত্তের মাঝেই ক্রেতাদের দেখা গেছে দাঁড়াতে। কয়েকজন ক্রেতা বলেন, বিরক্ত না হয়ে বরং খুশি হয়েছি। আমরা সিস্টেম লসে ছিলাম বর্তমান পরিস্থিতির কারনেই সিস্টেমে এসেছি। সবাই মিলে এটা ধরে রাখা উচিত বলেও তারা মনে করেন।

Exit mobile version