parbattanews

পানছড়ি-লোগাং সড়কের বেহাল দশা

খাগড়াছড়ির পানছড়ি-লোগাং সড়কটি উপজেলার একটি গুরুত্বপুর্ণ সড়ক। এই সড়কের বুক চিরে রয়েছে নয়টি দৃষ্টিনন্দন পাকা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলোর শুভ উদ্বোধন করেন। কিন্তু বর্তমান সময়ে সড়কটি পরিণত হয়েছে মরণফাঁদে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে বর্ষার আগেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

সরেজমিনে দেখার যায়, সড়কটির লোগাং ইউপি সংলগ্ন এলাকায় চাকা দেবে আটকে আছে একটি ট্রাক। পাশাপাশি ধুলোয় পুরো সড়ক হয়ে পড়ে একাকার।

পথচারী রিপন ত্রিপুরা জানালেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। জরুরি ব্যবস্থা না নিলে বর্ষায় রাস্তায় অস্তিস্ত্বও খুঁজে পাওয়া যাবেনা।

পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা জানান, এই সড়কটিতে বড় বড় গর্ত আর বিভিন্ন এলাকায় ছোট-বড় ফাটল দেখা যাচ্ছে। বর্ষার তো দূরের কথা বর্তমান সময়ে চলাচলও কষ্টসাধ্য। সড়ক ও জনপথ বিভাগের সুদৃষ্টি কামনা করেন তিনি।

খাগড়াছড়ি জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, খুব দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে। তাছাড়া পানছড়ি-খাগড়াছড়ি সড়কের কাজও সহসাই শুরু হচ্ছে।

Exit mobile version