পার্বত্যনিউজে সংবাদ প্রকাশের পর পানছড়ি-লোগাং সড়কের মরণফাঁদে স্বস্তির পারাপার

fec-image

পানছড়ি-লোগাং সড়কের কিনাচান পাড়া এলাকার নওগাছড়ার পুরাতন পাটাতন দিয়ে তৈরি বিকল্প নড়বড়ে ব্রীজটার বিশালাকার ফাঁকগুলো আর নেই। এই মরণফাঁদে এখন স্বস্তির পারাপার। গত ৬ অক্টোবর জনপ্রিয় অনলাইন পার্বত্য নিউজে সংবাদ প্রকাশের পরেই এটি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল বলেন, সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। আপনার মাধ্যমেই ব্যাপারটি আমি জানতে পেরে খুব দ্রুত পাটাতনগুলো মেরামত করে নিরাপদে চলাচলের উপযোগী করে তুলি। এ ধরণের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য তিনি পার্বত্য নিউজকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য পানছড়ি-লোগাং সড়কে একসাথে আটটি ব্রীজের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান জাকির এন্টারপ্রাইজ। সবগুলো ব্রীজেই স্থানীয় ময়লাযুক্ত বালি, নিম্নমানের সামগ্রী, রাতের অন্ধকারে ঢালাই ও কোন ওয়ার্ক এসিটেন্টের উপস্থিতি ছাড়াই কাজগুলো চলেছে এবং অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন।

এই ব্রীজগুলোর তদারকীতে থাকা পানছড়ি জসিম উদ্দিনের নামে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগও রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন