parbattanews

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে ১২তম কঠিন চীবরদান সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি:

পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে ১২তম দানোত্তম কঠিন চীবরদান সম্পন্ন হয়েছে।

৯ নভেম্বর বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ১০নভেম্বর বিকেলে।

রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের সভাপতিত্বে গৌতম বুদ্ধের স্বধর্ম দেশনা ও অমৃতবাণী দেন পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, রাজবন বিহারের বৌদ্ধ ভিক্ষু সুধর্ম্মানন্দ মহাস্থবির, খাগড়াছড়ির মৈত্রীপুর ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, রাঙামাটির নানিয়ারচর বেনু বিহারের অধ্যক্ষ পন্থক স্থবির প্রমূখ।

জানা যায়, ৯ নভেম্বর বিকেল ৫টায় তুলা গাছ থেকে তুলা তুলে, তুলা থেকে সুতা, আর সুতা থেকে বেইন বুনে রাতভর কাপড় তৈরী করা হয়। ১০নভেম্বর তৈরীকৃত কাপড়টি সেলাই করে চীবর তৈরী করা হয়। তৈরীকৃত চীবরটি পানছড়ি অরণ্য কুটিরে অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবিরকে দান করা হয়। এছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়। এ দানানুষ্ঠান পরিদর্শন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউসার  হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বুকরান ফারুকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আহমাষ উজ্জামান ও পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।

Exit mobile version