parbattanews

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে পবিত্র আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

BNP Pic2

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান শান্তিপুর অরণ্য কুটিরে যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে পবিত্র আষাঢ়ী পূর্ণিমা। বুধবার সকাল দশটা থেকে কুটিরের বেইন ঘরে অনুষ্ঠিত ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন প্রধান ধর্মদেশক কুটির অধ্যক্ষ পরম মৈত্রীয় লাভী শাসন রক্ষিত মহাথেরো। ধর্ম সভায় বক্তব্য রাখের কুটির তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি পানছড়ি ডিগ্রী কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক কুটির তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি সত্য নারায়ন চাকমা ও কুটির তত্ত্বাবধায়ক কমিটির সাধারণ সম্পাদক অরুন বিকাশ চাকমা।

আষাঢ়ী পূর্ণিমা দিনটি বৌদ্ধদের ত্রিপিটক শাস্ত্রে যে সব কারণে বিখ্যাত তা হচ্ছে, এ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহন, সারানাথ (মৃগদার) পঞ্চবর্গীয় শিষ্যদের নিয়ে ধর্মদেশনা বা ধর্মচক্র প্রবর্তন, গৃহাভিনিশ্রমন (গৃহত্যাগ) এবং বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত বা বর্ষাবাসে অধিষ্ঠান শুরু করবে।

অনুষ্ঠানে দেশ ও সারাবিশ্বের সুখ-শান্তি, উন্নতি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

Exit mobile version