parbattanews

পানছড়ি সদর ইউপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস মহামারী উত্তরণে জেলার পানছড়ি সদর ইউপির উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে এর সার্বিক সহযোগিতা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) পানছড়ি ইউপি কার্যালয়, বাস টার্মিনাল এলাকাসহ উপজেলার প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা ও সতীশ চন্দ্র চাকমা।

জানা যায়, ইউপির ৩৬৬টি পরিবারের মাঝে ২য় বারের মতো এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেবসহ ইউপি সদস্যরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলার ১নং লোগাং ইউপির ৩৬৬, ৫নং উল্টাছড়ির ৩৬৬, ৪নং লতিবানের ২৬৬ ও ২নং চেংগী ইউপির ১৩৫ পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।

Exit mobile version